শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফার্মগেট এলাকায় নকশা বহির্ভূত ভবন ভেঙে দিলো রাজউক

আপডেট : ০৮ মে ২০২৩, ২০:০৬

রাজধানীর ফার্মগেট এলাকায় নকশা বহির্ভূত ও ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে দিলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এই অভিযানে প্রায় ৪০টি দোকান রয়েছে এমন ২টি মার্কেট ভাঙা হয়েছে। অভিযান পরিচালনায় নের্তৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।

ফার্মগেট এলাকায় সোমবার (৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালানো হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৪/১ এর আওতাধীন ফার্মগেট এলাকায় রাজউক নকশা বহির্ভূত ও ভূমিকম্পে ঝুকিপূর্ণ রয়েছে এমন সব ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। আজকে যে ভবনটি ভাঙা হচ্ছে এই ভবনের মালিককে সরকারি আইন অনুযায়ী কয়েকবার নোটিশ প্রদান করা হয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা অভিযান পরিচালনা করি এবং একই সাথে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে কোনো ভবন নির্মাণ না করে ও ভূমিকম্পে ঝুকিপূর্ণ রয়েছে, এমন ভবনের বিষয়ে সতর্ক করি।

তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক অথরাইজড অফিসার- ৪/১ ইমরুল হাসান ও সরকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণ, এছাড়াও জোন-৪ এর রাজউকের অন্যান্য কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এসজেড