মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টালমাটাল পাকিস্তান আরও ডুবছে? 

আপডেট : ০৯ মে ২০২৩, ২২:০০

নজিরবিহীন অর্থনৈতিক সংকট, নাজুক নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা-সবমিলিয়ে বেসামাল অবস্থায় পাকিস্তান। এর মধ্যে আজ মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের মাধ্যমে দেশটিতে অস্থিরতার ষোলকলা যেন পূর্ণতা পেল। 

এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরটির পুলিশ প্রধান হুঁশিয়ার করেছেন, প্রতিবাদের জন্য কেউ রাস্তায় নামলে তাকে গ্রেপ্তার করা হবে। অন্যদিকে পাঞ্জাবেও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। তবে পিটিআই সমর্থকরা পাকিস্তানের বিভিন্ন শহরে ইতিমধ্যে বিক্ষোভে নেমেছেন। 

ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি) প্রাঙ্গণে ইমরান খানকে গ্রেপ্তারের সময় সেখানে হাজির ছিলেন জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার গোহার খান। তিনি অভিযোগ করেছেন, পিটিআই প্রধানকে গ্রেপ্তারের সময় নির্যাতন করা হয়েছে। 

ইমরান খান।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনকে গোহর বলেন, রেঞ্জার্সের সদস্যরা গ্রেপ্তারের সময় ইমরান খানের মাথায় এবং হাতে আঘাত করেছে। ইমরানের এমন নির্যাতনের খবর সত্যি হলে তার সমর্থকরা কতটা ক্ষুব্ধ হতে পারেন-সময় গড়ালেই তা বোঝা যেতে পারে। 

রাজনৈতিক বিশ্লেষক ও তাবাদল্যাবের আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগ কেন্দ্রের পরিচালক জীসান সালাউদ্দিন বলেছেন, ‘পরবর্তী ১২ থেকে ৪৮ ঘণ্টায় পাকিস্তানে কী ঘটছে যাচ্ছে তা অনুমান করা বেশ কঠিন।’

ছবি: ডন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, পরিস্থিতি অনেক ভীতিকর এবং অত্যন্ত ঘোলাটে, এ মুহূর্তে এটি অন্ত্যন্ত অনিশ্চিত। 

সালাউদ্দিন আরও বলেন, ১৩ মাস আগে যখন ইমরান খানকে ক্ষমতাচ্যুতের মাধ্যমে পুরো প্রক্রিয়া শুরু হয়েছে, এটা ক্রিস্টাল ক্লিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক এলিট এবং এস্টাব্লিশমেন্ট (পাকিস্তানের সেনাবাহিনী) ইমরান খানকে আর ক্ষমতায় চায় না, কোনো খানেই না। এটা নিশ্চিত করার জন্য তারা যেকোনো কিছু করবে। 

এর আগে সম্প্রতি লাহোরে ইমরানের বাসভবনে তাকে গ্রেপ্তার করতে গেলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। 

ছবি: ডন

এরই মধ্যে ইমরানপন্থী বিক্ষোভকারীদের ওপর পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান নিক্ষেপ করেছে বলে আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে জানাচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় সংঘর্ষের পরিমাণ যে বাড়বে না তা ভাবার কোনো অবকাশ নেই। 

ইসলামাবাদ থেকে আল জাজিরার সাংবাদিক কামাল হায়দায় জানাচ্ছেন, ইমরান খানের হুট করে গ্রেপ্তার হওয়াতে অনেকে স্তব্ধ হয়েছেন। ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারক ইতিমধ্যে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ইমরান খানকে গ্রেপ্তার করাকে সরাসরি আদালতের ওপর হামলা হিসেবে উল্লেখ করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

পিটিআই সমর্থকদের বিক্ষোভ। ছবি: ডন

এছাড়া হায়দায় জানান, পাকিস্তানের প্রধান প্রধান শহরে বিক্ষোভে নেমেছে ইমরানপন্থীরা। ইতিমধ্যে ইমরানের দলের কয়েক ডজন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। 

ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পাঁচজন অফিসার আহত হয়েছেন এবং ৪৩ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শহরটিতে ১৪৪ ধারা জারি থাকলেও সেখানে বিক্ষোভে নেমেছে ইমরানের সমর্থকরা। 

 

ইসলামাবাদ পুলিশ বলছে, রাজধানীতে আজ বিক্ষোভের সময় পাঁচজন কর্মকর্তা আহত হয়েছেন। আইন ভঙ্গ করায় এসময় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়া বিভিন্ন শহরেও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এটি যে আরও ভয়াবহতায় রূপ নিবে তা এখন শুধু সময়ের অপেক্ষা। আর এতে খাদের কিনারায় পড়ে থাকা দেশটি যে আরও ডুববে তা সহজেই অনুমেয়!

ইত্তেফাক/এএএম