শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লামায় উপ-সহকারী মেডিকেল অফিসারের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১০ মে ২০২৩, ১০:০৩

লামা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাইদা আক্তার মিলির (২৭) রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মে) বেলা ১১টায় লামা পৌরসভার মধুঝিরি এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মৃত সাইদা আক্তার মিলি লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মধুঝিড়ি এলাকার আবুল কালাম ও রূপনা আক্তারের কন্যা। তিনি উপজেলার রপসীপাড়া ইউনিয়নের দরদরী পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। 

এর আগে গত ১০ মার্চ একই প্রতিষ্ঠানের আরেক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার নাম সাবরিনা তারান্নুম মেঘলা (২৬)। এই নিয়ে দুই মাসের ব্যবধানের দুইজনের রহস্যজনক মৃত্যু হলো।

মৃত মিলির স্বজনরা জানান, দেড় বছর আগে কায়ছার আহমেদ নামে রাঙামাটির এক যুবকের সঙ্গে মিলির বিয়ে হয়। তাদের বিয়ের পর থেকে দুজনের মধ্যে নানা বিষয়ে মান-অভিমান চলছিলো। তার স্বামী কায়সার তাকে সন্দেহ করতো। এসব নিয়ে মানসিক কষ্টে দিনাতিপাত করছিলেন মিলি। মঙ্গলবার (৯ মে) সকালে এসব নিয়ে মায়ের সঙ্গেও তার কথা কাটাকাটি হয়। এরপর মা সহকারী শিক্ষক রুপনা আক্তার স্কুলে চলে যায়। সকাল ১১টার দিকে খবর পান বদ্ধ ঘরে মিলির গলায় ফাঁস দেওয়া লাশ ঝুলছে।

মৃতের ছোট ভাই জিসান জানান, আপু (মিলি) সকাল ১১টার কিছু আগে আমাকে নাস্তা আনার জন্য দোকানে পাঠান। দোকান থেকে নাস্তা নিয়ে এসে দেখি তার গলায় ফাঁস দেওয়া লাশ ঝুলছে। প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে তাকে দ্রুত লামা উপজেলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রোবিন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। 

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মৃতের ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/আর