বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হরিণ শিকার চক্রের মারধরে গুরুতর আহত বন বিভাগের কর্মকর্তা

আপডেট : ১০ মে ২০২৩, ১৯:২৪

খুলনার দাকোপে হরিণ শিকার চক্রের মারধরে আনোয়ার হোসেন নামে এক বন কর্মকতা গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বুধবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে মোংলা যাওয়ার সময় এ ঘটনা ঘটে।   

জানা গেছে, ২০২০ ও ২১ সালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারীতে স্টেশন কর্মকর্তার দায়িত্ব পালনকালে অমর আলী হাওলাদারসহ আরও কয়েকজনকে হরিণের মাংসসহ হাতে নাতে আটক করে। পরে তাদেরকে পি.ও.আর ১৯/২১ নম্বর মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি শরণখোলা রেঞ্জের কোকিলমনি জেলে পল্লি দুবলা টহল ফাঁড়িতে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। ঐ ফাঁড়ির একটি ট্রলার মেরামতের কাজ ঢাংমারী স্টেশনের ঘাগড়ামারী টহল ফাঁড়ির সম্মুখে চলমান রয়েছে। সেখান থেকে বুধবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উক্ত ট্রলার মেরামতের তদারকি এবং মালামাল কেনার জন্য মিন্ত্রীসহ মটরসাইকেল যোগে মোংলার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢাংমারী এলাকায় উক্ত অমরের বাড়ির সামনে আসলে আগে থেকে ওত পেতে থাকা অমরসহ আরও কয়েকজন মোটরসাইকেলের গতিরোধ করে পূর্বে মামলা দেওয়ার কারণ জানতে চেয়ে তার ওপর ক্ষিপ্ত হয়ে অর্তকিত হামলা চালায়। হামলায় বন কর্মকর্তা গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছে। এ ঘটনায় জড়িত অমর আলী হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।

দাকোপ থানার ওসি উজ্জল কুমার দত্ত বলেন, এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ইত্তেফাক/পিও