নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় স্থানীয় দু’গ্রুপের সংঘর্ষে শহীদ মিয়া (৫৫) নামের একজন দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১০ মে) বিকাল তিনটার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শহীদ মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের দুই নম্বর ওয়ার্ডের আবুল হাসেম মিয়ার ছেলে। আহত৭/৮ জনের নাম, পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুলিবিদ্ধ শহীদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। মামলার প্রস্তুতি চলছে।