সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বার্সেলোর বড় শাস্তি, ১৮৩ কোটি টাকা জরিমানা

আপডেট : ১১ মে ২০২৩, ২০:৪৮

খেলোয়াড়দের অর্থ পরিশোধে অনিয়মের দায়ে বড় অঙ্কের জরিমানার কবলে বার্সেলোনা। কাতালুনিয়ার ক্লাবটিকে ১ কোটি ৫৭ লাখ ইউরো জরিমানা করেছে স্পেনের কর কর্তৃপক্ষ। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৩ কোটি ৫০ লাখ টাকা। এক প্রতিবেদনে এমনটায় জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফিডেনশিয়াল। 

বার্সেলনার আর্থিক অনিয়মের তদন্ত শুরু হয় ২০১৯ সালে। ২০১৫ ও এর পরবর্তী সময়ের আর্থিক লেনদেনের খুঁজে দেখা হয় তদন্তে। এল কনফিডেনশিয়ালের প্রতিবেদনে বলা হয়, খেলোয়াড়দের অর্থ পরিশোধের ক্ষেত্রে বেশকিছু অনিয়ম পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। যার মধ্যে রয়েছে খেলোয়াড়দের অডি ব্র্যান্ডের গাড়ি সরবরাহ ও চার্টার ফ্লাইটের অর্থ পরিশোধ করেও নথিভুক্ত না করা। এছাড়া আর্দা তুরান ও অ্যালেক্স সং ক্লাব ছাড়ার পর তাদের চূড়ান্ত প্রদেয় অর্থের ভুল হিসাব-নিকাশ।

‘নেগ্রেইরা মামলা’র সমান্তরালে অর্থ প্রদানের অনিয়মের তদন্তটি চালানো হয়। নেগ্রেইরা মামলা হচ্ছে বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে অর্থ প্রদান করে ম্যাচের ফল প্রভাবিত করা বিষয়ক আনুষ্ঠানিক অভিযোগ। 

গত মার্চে সরকার পক্ষে আইনজীবীরা রেফারিকে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭৩ লাখ ইউরো (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা) দেওয়ার অভিযোগ আনেন বার্সেলোনার বিরুদ্ধে। 

স্প্যানিশ রেফারিং কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিক নেগ্রেইরা। তার প্রতিষ্ঠানকে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮৪ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা দেয় এই স্প্যানিশ ক্লাবটি। এ নিয়ে বার্সার বিরুদ্ধে খেলাধুলায় দুর্নীতি ও ব্যবসায়িক কাগজপত্র জালিয়াতির অভিযোগ তুলেন সরকার পক্ষে আইনজীবীরা। 

এই মামলার মামলায় চূড়ান্ত রায় এখনও আসেনি। তবে অর্থ প্রদানে অনিয়মের ঘটনা প্রমাণিত হওয়ায় বার্সেলোনাকে জরিমানা করলো কর্তৃপক্ষ। 

 

 


 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন