প্রায় ২৮ বছর আগে মো. খোকন মিয়ার ট্রেনে কাটা যায় দুই পা। সেই থেকেই তার জীবন হয়ে ওঠে কষ্টের। খোকনের গ্রামের বাড়িতে রেখে এসেছে স্ত্রী ও দুই ছেলে-মেয়ে। খোকন রাজধানীর খিলগাঁও তালতলা একটি রিকশার গ্যারেজে থেকে প্রতিদিন অটোরিকশা চালান। অটোরিকশা জমা দিতে হয়ে ৩০০/- টাকা। খোকন মিয়া প্রতিদিনের মত গতকালকে ও অটোরিকশা নিয়ে খিলগাঁও তালতলা থেকে যাত্রী নিয়ে রাজধানীর চাখারপুল আসার পরে, অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে কোন উপায় না পেয়ে অটোরিকশাটি নিজেই এই ঢেলে নিয়ে যাচ্ছেন গ্যারেজে। ছবিগুলো রাজধানীর দোয়েল চত্বর এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল গনি