বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নদে তলদেশে বস্তার খাঁজে আটকে ছিল নিখোঁজ শিক্ষার্থীর লাশ

আপডেট : ১২ মে ২০২৩, ১৪:২৫

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ মে) নদের তলদেশে বালুর বস্তার খাঁজে আটকে পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১০ মে) বিকেলে সদর উপজেলার কুলপদ্দি এলাকায় নদে গোসলে নেমে তিনি নিখোঁজ হন।

নিহত মোনায়েম ইসলাম শুভ্র (১৯) রাজশাহী জেলার পীরগাছা এলাকার আছাদুল ইসলামের ছেলে এবংমাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিওগ্ৰাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানায়, মোনায়েম ইসলাম শুভ্র বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে কুলপদ্দির এলাকার আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বন্ধু ও স্থানীয়রা খোঁজাখুজির চেষ্টা করেও কোন খোঁজ পায়নি। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ছয় সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে রাত হয়ে যাওয়ার সেদিনের মতো উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, শুক্রবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করা হলে নদীর তীর রক্ষা বাঁধের বস্তার খাঁজ থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আমরা নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করি।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিহত ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে