ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসীদের দিয়ে আগামীতে উপজেলার প্রতিটি কমিটি গঠন করা হবে।
শুক্রবার (১২ মে) রাতে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কাজী জাফরউল্লাহ ইতিপূর্বে বহুল বিতর্কিত ব্যক্তিদের দিয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগসহ বিভিন্ন কমিটি গঠন করেছে। তারা দলকে ব্যবহার করে বঙ্গবন্ধুর আদর্শকে উপেক্ষা করে তাদের আখের গুছিয়েছে। আর এসবের কারণে কাজী জাফরউল্লাহকে ফরিদপুর ৪ আসনের জনগণ পরপর দুইবার প্রত্যাখ্যান করেছে। তার নানা অপকর্মের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তাকে জনগণ লাল কার্ড দেখাবে।
নিক্সন চৌধুরী বলেন, গত ১০ বছরে আমি এই ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনকে উন্নয়ন দিয়ে মডেল হিসাবে গড়ে তুলেছি। এর ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতেও আমার বিশ্বাস জনগণ আমার সঙ্গে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। করোনার দুই বছর কাজী জাফরউল্লাহ একটি বারের জন্যও তার নির্বাচনি এলাকায় পা রাখেনি। অথচ তখনও আমি নিজ জীবনের মায়া ত্যাগ করে জনগণের খেদমত করে গেছি। আগামীতেও আমি এই জনগণের খেদমত করে যাবো এবং সর্বদা জনগণের পাশেই থাকবো। সকল ক্ষমতার মালিক আল্লাহ। উপরে আল্লাহ আর নিচে আমার জনগণকে সঙ্গে নিয়ে আগামীর দিনগুলো অতীতের মতই উন্নয়ন ও মূল্যায়নের কাজ করে যাবো।
তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান ওলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. হাবিবুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ উপস্থিত ছিল।