বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়া ৩০ নেতাকে বিএনপির শোকজ

আপডেট : ১৩ মে ২০২৩, ০০:১৭

দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৩০ নেতাকে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঐ শোকজ নোটিশে স্বাক্ষর করেছেন। শোকজ পাওয়া সবাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে নগরীর ১৫ নম্বর ওয়ার্ড থেকে মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা হান্নান মিয়া হান্নু চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দলের চিঠি পেয়েছি। নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে শোকজের জবাব দেওয়া হবে।’

শোকজ পাওয়া কাউন্সিলর প্রার্থী অন্য বিএনপি নেতারা হলেন সদর মেট্রো থানার আহ্বায়ক হাসান আজমল ভূইয়া, বাসন মেট্রো থানার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মূসা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফি উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ আলেক, পূবাইল থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম বিকি, সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন চেয়ারম্যান, সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান, সদস্য মো. মাহবুবুর রশিদ খান শিপু, সবদের হাসান, খাইরুল আলম, জিএস নাসিমুল ইসলাম মনির, শহিদুল ইসলাম, তানবীর আহমেদ, আনোয়ার সরকার, রফিকুল ইসলাম রাতা, বাবু চৌধুরী, আবুল হাসেম, সেলিম হোসেন, মো. ফারুক হোসেন খান, মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুন্নাহার, সহ-সভাপতি কেয়া শারমিন, শ্রমিক দল নেত্রী ফিরোজা বেগম, হাসিনা মমতাজ, বিএনপি নেতা অ্যাডভোকেট আলম, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আউয়াল সরকার, বিএনপি নেতা মো. মাহফুজুর রহমান ও ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোবারক হোসেন মিলন।

ইত্তেফাক/এমএএম