শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুড়ি গুড়ি বৃষ্টি, মোখা আতংকে চরাঞ্চলের লোকজন

আপডেট : ১৩ মে ২০২৩, ১৫:২২

ঘূর্ণিঝড় মোখা আতংকে রয়েছে হাতিয়া উপকূলীয় চরাঞ্চলের লোকজন। বিশেষ করে ৮ নং মহাবিপদ সংকেত ঘোষণা করার পর বেড়িবাঁধ ‌‌না থাকায় হাতিয়া দ্বীপের বিচ্ছিন্ন অঞ্চল চর ঘাসিয়া‌, ঢালচর‌, বয়ারচর‌, নলেরচর‌সহ নিঝুম দ্বীপের লোকজন আতংকে ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

শনিবার (১৩ মে) দুপুরের পর থেকে গুড়ি‌ গুড়ি‌ বৃষ্টি ও হালকা বাতাস প্রবাহিত হচ্ছে। মাছ‌ ধরা‌ নৌকা ও‌ ট্রলারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়দের আশ্রয়‌কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করছেন সেচ্ছাসেবীরা।

এদিকে প্রশাসনের নির্দেশে হাতিয়া থেকে সব রুটে লঞ্চ, স্টিমার‌, ট্রলার, স্পিডবোট, সি-ট্রাকসহ সব ধরনের নৌচলাচল‌ বন্ধ রয়েছে।

সিপিপির স্বেচ্ছাসেবকরা মাইকিং‌ করে‌ লোকজনকে‌ নিরাপদ স্থানে, বিশেষ করে আশ্রয়‌কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করছেন।

ছবি: ইত্তেফাক

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সকল প্রস্তুতি রাখা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ঘূর্ণিঝড় মোখার‌ ক্ষয়ক্ষতি‌ থেকে জনগণকে রক্ষা করতে নিজ নিজ দায়িত্ব পালন করে‌ যাচ্ছেন।

ইত্তেফাক/এসকে