মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঘূর্ণিঝড় মোখা সামান্য দুর্বল হয়েছে

আপডেট : ১৪ মে ২০২৩, ১৭:৩৫

ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সামান্য দুর্বল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্ট মার্টিন ও টেকনাফে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়টি বিকেলেই সেন্ট মার্টিন অতিক্রম করবে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে বলে জানান তিনি। 

ছবি: ফোকাস বাংলা

তিনি আরও বলেছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিমি যা দমকা ও ঝড়ো হাওয়া হয়ে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

কক্সবাজার ও তার আশেপাশের দ্বীপ ও চরগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে। সূত্র: বিবিসি

 

ইত্তেফাক/এএএম