শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার জার্মানিতে জেলেনেস্কি

আপডেট : ১৪ মে ২০২৩, ১৮:১৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানি সফরে গেছেন। রাশিয়ার আক্রমণের পর প্রথবারের মতো জার্মান সফরে গেছেন তিনি। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে জেলেনস্কিকে বহনকারী বিমান বার্লিনে অবতরণ করে। খবর বিবিসি।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ারের সঙ্গে আলোচনার জন্য বার্লিনে রয়েছেন তিনি। 

এর আগে, জার্মানি কিয়েভকে প্রায় তিন বিলিয়ন ডলার বা প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের অস্ত্র সরবরাহ করার ঘোষণা দেন।

জার্মানিতে পৌঁছে জেলেনস্কি টুইট করেছেন: ‘ইতিমধ্যে বার্লিনে।’ 

শনিবার জার্মানি ইউক্রেনের জন্য  সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে।  নিরাপত্তার কারণে, জার্মান সরকার আজ জেলেনস্কির কোথায় যেতে পারেন সে সম্পর্কে বিশদ তথ্য প্রকাশ করেনি। তবে তিনি ইতিমধ্যে জার্মান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন এবং পরবর্তীতে চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। 

জার্মানির গণমাধ্যম আরও জানিয়েছে, বিকেলে প্রেসিডেন্ট জেলেনস্কি শার্লেমেন পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর আচেনে যাবেন।

জেলেনস্কি শনিবার সেখানে একটি সফরের পরে রাতারাতি ইতালি থেকে জার্মানে আসেন। 

ইত্তেফাক/এফএস