দুটি বিরোধী দল, মুভ ফরওয়ার্ড পার্টি ও পু থাই পার্টি, সামরিক মিত্রদের পরাজিত করে থাইল্যান্ডের নির্বাচনে বিস্ময়কর বিজয় অর্জন করেছে। রোববারের (১৫ মে) নির্বাচনে ৯৯ শতাংশ ভোট গণনার পর এই দুই দল অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের ভোটাররা দেশটির সামরিক সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচাকে সমর্থনকারী দলগুলো জনসমর্থনের দিক থেকে অনেক পিছিয়ে পড়েছে।
এখন দুটি বিরোধী দল, মুভ ফরওয়ার্ড ও পু থাই একটি জোট গঠনের জন্য আলোচনা শুরু করবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক ইতিহাসে কয়েক ডজন সামরিক অভ্যুত্থান হওয়া থাইল্যান্ডে এই নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
২০১৪ সালে সর্বশেষ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী প্রয়ুথ। এবার তিনি আরও একটি মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু সামরিক বিরোধী মুভ ফরওয়ার্ড ও পু থাই শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে।
৪২ বছর বয়সী সাবেক প্রযুক্তি নির্বাহী পিটা লিমজারোয়েনরাতের নেতৃত্বাধীন মুভ ফরওয়ার্ড পার্টি আগাম নির্বাচনে এগিয়ে রয়েছে। তাদের পরে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেটংটার্ন শিনাওয়াত্রার নেতৃত্বাধীন পু থাই পার্টি।
রয়টার্সের হিসাব অনুযায়ী, জান্তার রাজনৈতিক বাহন পালং প্রখাত এবং সামরিক সমর্থিত থাই নেশন পার্টির চেয়ে তিনগুণ বেশি আসন পাওয়ার পথে রয়েছে এই দুই দল।