শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুনাকের সঙ্গে আকস্মিক সাক্ষাতের জন্য যুক্তরাজ্যে জেলেনস্কি

আপডেট : ১৫ মে ২০২৩, ১৬:০০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকালে তিনি যুক্তরাজ্যে পৌঁছান। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাজ্যে পৌঁছেছেন।

এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, 'আমি আমার 'বন্ধু' সুনাকের সঙ্গে দেখা করে 'মূল আলোচনা' করবো।' রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট আকস্মিক সফরে যুক্তরাজ্যে যান।

ইত্তেফাক/ডিএস