বাগেরহাটের শরণখোলায় আমগাছ থেকে পড়ে মো. কুদ্দুস মোল্লা (৬২) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মারা গেছেন। সোমবার (১৫ মে) দুপুরে দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের বড়ভাই বীর মুক্তিযোদ্ধা আ. আউয়াল মোল্লা জানান, তার ভাই অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক কুদ্দুস মোল্লা সোমবার দুপুর বারোটার দিকে গাছে উঠে আম পাড়ছিল। এ সময় হঠাৎ করে পা পিছলে তিনি নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ৭৪ নম্বর রসুলপুর পল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বালেন, গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।