রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মেসিকে দলে ভেড়ানোর প্রশ্নে কৌশলী বার্সা সভাপতি

আপডেট : ১৫ মে ২০২৩, ১৯:০২

চলতি মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। বাতাসে জোর গুঞ্জন- প্যারিস সেন্ত জার্মেই ছাড়ছেন লিওনেল মেসি। সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরব। সাবেক ক্লাব বার্সেলোনাতেও রয়েছে ফেরার সম্ভাবনা। তবে মেসিকে দলে ভেড়ানোর প্রশ্নে বেশ কৌশলী উত্তর দিয়েছেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা।

বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা।

এসপানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। দলের শিরোপা জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন বার্সা সভাপতি। সেখানে মেসিকে দলে ফেরানো নিয়ে জিজ্ঞেস করা হলে লাপোর্তা বলেন, ‘এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এখন আগামী মৌসুমে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াড তৈরির সম্ভাব্যতা নিয়ে কাজ করছি।’ 

সম্প্রতি অনুমতি ছাড়া সপরিবারে সৌদি আরবে গিয়েছিলেন মেসি। আর তাই মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। তবে দুই সপ্তাহের আগেই পিএসজির হয়ে মাঠে নেমে ক্লাবের সমর্থকদের থেকে দুয়ো শুনেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। 

মেসির কঠিন এই সময়ে তার সঙ্গে কথা হয়েছে জানিয়ে বার্সা সভাপতি আরও বলেন, ‘মেসির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা একে অপরকে বার্তা পাঠিয়েছি। প্যারিসে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিল সে।’

 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন