ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেসমিন আকতার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ মে) দুপুরের দিকে উপজেলার ভাংবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জেসমিন বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের সৌদি আরব প্রবাসী সাগর আলীর স্ত্রী ও এক সন্তানের জননী।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে বাড়ির লোকজন সবাই নিজ নিজ কাজে বাইরে ছিল। দুপুরে সকলের অগোচরে নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে জেসমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার তিন বছরের শিশু। শিশুটি বাড়ির পাশের দোকানে কোহিনুর নামে এক মহিলাকে এ ঘটনা জানায়। কোহিনুর ফোনে জেসমিনের বাড়ির লোকজনকে খবর দেন। ইতিমধ্যে আশপাশের লোকজন ওই বাড়িতে ছুটে আসে। তারা ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে মৃতের বাবা-মা এসে দরজা খুলে জেসমিনের গলার ফাঁস খুলে নিচে নামায়। তারা তাৎক্ষণিক অটোযোগে রাণীশংকৈল হাসপাতালে নেওয়ার পথে জেসমিনের মৃত্যু হয়। খবর পেয়ে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনা সন্দেহজনক মনে হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে রিপোর্ট আসার পর আসল ঘটনা জানা যাবে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন আছে।