যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে অতর্কিত হামলা চালিয়েছে এক সশস্ত্র কিশোর। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। ইতোমধ্যে ওই বন্দুকধারী কিশোরকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। খবর বিবিসির।
পুলিশ বলছে, নিউ মেক্সিকোর ফার্মিংটনে এক আবাসিক এলাকার হামলা চালায় ওই কিশোর। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন।
ফার্মিংটন ডেপুটি পুলিশ প্রধান ব্যারিক ক্রাম এক সংবাদ সম্মেলনে জানান, গোলাগুলিতে মোট ভুক্তভোগীর সংখ্যা ৯ জন। তবে এরমধ্যে নিহত তিনজনের সংখ্যাও অন্তর্ভুক্ত কি না তা স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ক্রাম বলেন, ওই আবাসিক এলাকার রাস্তায় এক ব্যক্তির গোলাগুলির ঘটনায় কয়েকটি ফোনের দ্রুত সাড়া দেয় পুলিশ কর্মকর্তা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারী বন্দুকধারীকে ১৮ বছর বয়সী হিসেবে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি একাই হামলা চালিয়েছেন।
নিহত তিনজন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া হামলার উদ্দেশে সম্পর্কেও জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।