শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাড়ি তো কিনেছি, এবার এটা দিয়ে কী করব: শাহরুখ

আপডেট : ১৬ মে ২০২৩, ১২:৪৩

বলিউড সুপারস্টার শাহরুখ খানের 'মন্নত' যেন মুম্বাইয়ের অন্যতম আকর্ষনীয় স্থান। স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে মন্নতেই গড়ে উঠেছে বলিউড বাদশার সাম্রাজ্য। জন্মদিন হোক বা অন্য যে কোনও উপলক্ষ, মন্নতের ছাদে এসেই ভক্তদের দর্শন দেন কিং খান।

সেই মন্নতকে সাজাতে ইন্টেরিয়র যে টাকা দাবি করেছিলেন তা ছিল শাহরুখের মাসের বেতনের থেকেও অনেক বেশি। তিনি ভেবেছিলেন, বাড়ি তো কিনেছি, এবার এটা দিয়ে কী করব!’

সম্প্রতি স্ত্রী গৌরী খানের বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে স্মৃতিকাতর হয়ে শাহরুখ খান এমন হতাশার কথাই জানালেন।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার মুম্বাইয়ের তাজ হোটেলে আয়োজিত হয়েছিল স্ত্রী গৌরী খানের লেখা’মাই লাইফ ইন ডিজাইন’ বইয়ের মোরক উন্মোচনের অনুষ্ঠান। এসময় স্ত্রীর সঙ্গে কিং খান উপস্থিত ছিলেন।

এসময় কিং খান’ জানান , একসময় 'মন্নত' কেনার পর সেটা সাজিয়ে তোলার জন্য ইন্টিরিয়র ডিজাইনারের সঙ্গে দেখা করে তিনি হতাশ হয়েছিলেন। ডিজাইনার তার থেকে একটা বিশাল অঙ্কের টাকা দাবি করেছিলেন।

‘মাই লাইফ ইন ডিজাইন’ বইটির মোরক উন্মোচনের পর গৌরী জানান, তিনি নিজের হাতে মন্নতকে সাজিয়ে তুলেছেন। পুরনো দিনের কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘আমরা তাজের ঠিক পাশেই এক পরিচালকের বাড়িতে থাকতাম। উনি আমাকে সেখানে থাকতে দিয়েছিলেন, বলেছিলেন যতক্ষণ না আমি একটু প্রতিষ্ঠিত হচ্ছি, সিনেমায় কাজ করছি, ততদিন ওর বাড়িতে থাকতে পারি। কারণ, সেসময় আমার কাছে বিশেষ টাকা ছিল না।’

শাহরুখ বলেন, ‘তখন এটা ছিল আমাদের বাজেটের বাইরে, তবে আমরা মন্নত কিনতে পেরেছিলাম। তখন এটা ছিল বেশ নড়বড়ে, ভাঙা। পরে সেটাকে আমরা ঠিকঠাক করি। বাড়ি কেনার পর ডিজাইনারের কাছে গিয়েছিলাম, এটা সাজানোর জন্য।

শহরুখ জানান, ‘এরপরই আমি গৌরীর সাহায্য নিয়ে, ওকে বলি ওর শৈল্পিক প্রতিভা দিয়ে এটাকে সাজিয়ে তুলতে। তারপর যখন যেমন টাকা পেয়েছি, বাড়ির একটা একটা করে আসবাব কিনেছি। যেমন অল্প টাকা পেয়ে একটা লেদার সোফা কিনেছিলাম, এভাবেই।’

খুব শীঘ্রই মুক্তি পাবে, শাহরুখ খানের দুটি ছবি জওয়ান ও ডাঙ্কি।

ইত্তেফাক/পিএস