শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লিচু পাড়ায় ছাত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ, মানববন্ধন

আপডেট : ১৬ মে ২০২৩, ১৮:২৪

পাবনার ঈশ্বরদীতে মাহি খাতুন (১১) নামে এক ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৬ মে) উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী আদর্শ দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী মাহি খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়নের শেখের দাঁইড় গ্রামের মহাবুল হোসেনের মেয়ে এবং মিরকামারী আদর্শ দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

অভিযুক্ত সোহেল একই ইউনিয়নের চরমিরকামারী গ্রামের মজিবর রহমানের ছেলে।

জানা যায়, রোববার সকালে ক্লাস করার উদ্দেশ্যে মাহি ও তার সহপাঠীরা মাদ্রাসায় যায়। ক্লাস শুরুর আগে মাহি সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার মাঠেই ঘোরাফেরা করছিল। মাদ্রাসা সংলগ্ন গাছ থেকে লিচু পাড়ার সন্দেহে সোহেল মিয়া নামে এক বাগান মালিক গালিগালাজ এবং একপর্যায়ে মাহিসহ সহপাঠীদের বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় সোহেল মাহির গলাটিপে ধরলে অচেতন হয়ে পড়ে। পরে সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে মাহিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মুকুল মিয়া বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী সামিয়া বলেন, মাহি বা আমরা কেউই লিচু খায়নি। সোহেল সন্দেহজনকভাবে মাহিকে পিটিয়ে আহত করে। এ সময় মাহি অচেতন হয়ে পড়ে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও