বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ দল চূড়ান্ত

আপডেট : ১৭ মে ২০২৩, ১০:১২

আগামী ২৩ মে থেকে ১ জুন ওমানের সালালাহ শহরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ হকি জুনিয়র এশিয়া কাপ। এই টুর্নামেন্টে খেলার জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চূড়ান্ত দলের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন চারজন। এরা ভারত থেকে ঢাকায় চলে আসবেন। কেউ আহত হলে ওমানে যাবেন। দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক আশরাফুল হক সাদ। 

ওমানগামী  বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের হেড কোচ মামুন উর রশিদ এবং অধিনায়ক প্রিন্স লাল সামন্ত। এই আসরে বাংলাদেশের টিম লিডারের দায়িত্ব পালন করবেন মাহাবুবুল এহছান রানা। ম্যানেজার ও সহকারী ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দুই সদস্য হাজি মোহাম্মদ হুমায়ূন এবং খাজা তাহের লতিফ মুন্না। আগামীকাল ওমান রওনা হবে হকি দল।

ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে মার্চ মাসে ৩৬ খেলোয়াড় নিয়ে অনুশীলন শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এখান থেকে ২৩ জন নিয়ে ভারতে যায় চূড়ান্ত প্রস্তুতি ম্যাচ খেলতে। ভারতের হরিয়ানায় ২০ দিনের অনুশীলন চলাকালীন স্থানীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে হকি দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল: প্রিন্স লাল সামন্ত (অধিনায়ক), নূরুজ্জামান নয়ন, মোহাম্মদ সাইজুদ্দিন, আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, আমান শরীফ, রামিম হোসেন, আবেদ উদ্দিন, রাহিদ হাসান জীবন, আজিজার রহমান, শাহিদুর রহমান সাজু, আব্দুল্লাহ, রাকিবুল হাসান, ওবায়দুল হক জয়, শহিদুল হক সৈকত, তাসিন আলী, সাবেদুর রহমান মিঠু, জাহিদ হোসেন। স্ট্যান্ডবাই : মেহেদী হাসান মুন্না, দেবাশিষ কুমার রায়, আসাদুজ্জামান চাঁদ, আলামিন। হেড কোচ : মামুন উর রশিদ, সহকারী কোচ : হেদায়তুল ইসলাম খান, ভিডিও অ্যানালিস্ট : তাপস বর্মন। দলনেতা : মাহবুব এহসান রানা।

ইত্তেফাক/এসএস