শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘সমর্থকদের দুয়োর জন্য মেসিই দায়ী’

আপডেট : ১৭ মে ২০২৩, ২০:২৯

সম্প্রতি অনুমতি না নিয়েই সপরিবারে সৌদি আরবে যান লিওনেল মেসি। আর তাই দুই সপ্তাহের জন্য মেসিকে নিষিদ্ধ করে পিএসজি। তবে দুই সপ্তাহ শেষ হওয়ার আগেই মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফরাসি ক্লাবটি। ‘নিষেধাজ্ঞা’ কাটিয়ে আজাচ্চিওর বিপক্ষে মাঠে নামেন মেসি। মাঠে নেমেই ক্লাব সমর্থকদের দুয়ো পান বিশ্বকাপজয়ী এই ফুটবলার। সমর্থকদের এই দুয়োর জন্য মেসিকেই দায়ী করছেন ফ্রান্সের সাবেক কোচ রেমন্ড ডমেনেখ।

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম লেকিপের ‘লেকিপ ডু সোয়ার’ নামে এক অনুষ্ঠানে ডমেনেখ বলেন, ‘মেসি পিএসজিতে সফল হয়নি। পিএসজির সমর্থকদের সাফল্যও উপহার দিতে পারেনি। এখন সে কারণেই মেসিকে পছন্দ করছে না ক্লাবের সমর্থকেরা। এটা একটা বড় সমস্যা। যেভাবেই হোক, পরিস্থিতিটা মেসিই তৈরি করেছে। সমর্থকেরা যে তাকে দুয়ো দিচ্ছে, তার উদ্দেশে শিস বাজাচ্ছে, এ জন্য সে-ই দায়ী।’

ফ্রান্সের সাবেক কোচ রেমন্ড ডমেনেখ।

তিনি আরও বলেন, ‘খেলা শেষ হলেই সে (মেসি) সোজা হেঁটে ড্রেসিং রুমে চলে যায়। সমর্থকদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়। তাদের শুভেচ্ছা জানিয়ে হাত নাড়তেও তাকে খুব কম দেখা গেছে। সে দর্শকদের সঙ্গে একেবারেই সম্পর্ক তৈরি করেনি। সুতরাং, এমন পরিস্থিতি হওয়াটাই স্বাভাবিক।’ 

ইত্তেফাক/জেডএইচ