দেশের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজার পুরান ঢাকার বাদামতলী, ওয়াইজঘাট ও সদরঘাটে এখন মৌসুমি ফলের বিপুল সমাহার। প্রতিটি আড়ত ও পাইকারি দোকানই আম, জাম, লিচু, আনারস, কাঁঠাল, আঙ্গুরসহ নানান সুস্বাদু ফলে ভরপুর। নদী পথে ওয়াইজঘাটে ছোট-বড় ট্রলারে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মৌসুমি ফল আম ও লিচু কিনতে বাজারে পাইকারি ও খুচরা ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রতিদিন ভোর থেকে শুরু করে বেলা ১টা পর্যন্ত ট্রাক ও কাভার্ড ভ্যানে ফল নিয়ে ব্যবসায়ীরা এখানে জড়ো হন। এছাড়া ওয়াইজঘাটের ফলের আড়তে ঢাকা ও আশেপাশের এলাকাগুলো থেকে খুচরো বিক্রেতারাও এসে ভিড় জমান। ছবিগুলো বৃহস্পতিবার (১৮ মে) তোলা। ছবি: ফোকাস বাংলা