শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা ছাত্রলীগের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আগামী ২১ মে থেকে নতুন এই রিকশা ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। নতুন নির্ধারিত রিকশা-ভাড়ার হার দূরত্ব ভেদে সর্বনিম্ন ১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৫ টাকা পর্যন্ত। প্রাথমিকভাবে ১০০ জন রিক্সা চালককে নির্ধারিত ভাড়ায় রিকশা চালানোর জন্য নির্দিষ্ট করা হয়েছে৷ তবে, পরবর্তী পরিস্থিতি বিবেচনায় রিকশা চালকের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে ছাত্রলীগ সূত্র। ১০০ রিকশা চালকের জন্য আলাদা পোশাক ও বানানো হয়েছে।
ভাড়া নির্ধারণের বিষয়ে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা এই উদ্যোগের প্রশংসা করে৷ মোল্লা সাগর নামে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের এমন উদ্যোগ প্রশংসনীয়। ভর্তি পরীক্ষার সময় ছাত্রলীগের কার্যক্রম ও অনেক প্রশংসা কুড়িয়েছে।
রিকশা ভাড়া নির্ধারণের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ইত্তেফাককে বলেন, শিক্ষার্থীদের যেকোনো সংকটে ছাত্রলীগ সবার আগে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, এটাই ছাত্রলীগের মূলনীতি। শিক্ষার্থীরা রিকশা ভাড়া নিয়ে আমাকে অভিযোগ করেছে। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। বিগত ১০/১৫ দিন থেকে শিক্ষার্থী ও রিকশা চালকদের সঙ্গে দফায় দফায় বসে আলোচনা করেছি৷ উভয়ের সম্মতিতে এই রিকশা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যেন কেউ ক্ষতির সম্মুখীন না হোন৷ আমরা শিক্ষার্থীদের এই ম্যাসেজ দিতে চাই যে, ক্ষার্থীদের যেকোনো সমস্যায় ছাত্রলীগ সবার আগে এগিয়ে আসবে।