চ্যাম্পিয়ন্স লিগের ১৫তম শিরোপা ঘরে তোলা হলো না রিয়াল মাদ্রিদের। ম্যানচেস্টার সিটির কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে লস ব্লাঙ্কোদের। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এমন হারে বেশ কষ্ট পেয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ শেষে মাদ্রিদ কোচ বলেন, ‘নিঃসন্দেহে তারা (ম্যানচেস্টার সিটি) আমাদের চেয়ে ভালো খেলেছে। জয়টা তাদেরই প্রাপ্য ছিল। শুরুতে তারা অনেক চাপ প্রয়োগ করেছিল। তারা আমাদের জন্য বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলা কঠিন করে তুলেছিল এবং তারা প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায়। সেখান থেকে খেলায় ফিরে আসা কঠিন ছিল। আমরা দ্বিতীয়ার্ধে চেষ্টা করেছিলাম, কিন্তু তা ফলপ্রসূ হয়নি।’
তিনি আরও বলেন, ‘এটা এমন একটা হার যা কষ্ট দিচ্ছে, এটা অনেক কষ্ট দিচ্ছে। কিন্তু ফুটবলে এমনটা হতেই পারে। আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ছিলাম। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং ফাইনালের আগেই আমাদের বিদায় করেছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এবং পরের মৌসুমের জন্য আরও ভালো হতে হবে।’