সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এএফসির বাছাইয়ে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া

আপডেট : ১৮ মে ২০২৩, ১৮:০০

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ের জন্য দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) এএফসির সদরদপ্তর মালয়েশিয়ায় এই ড্র অনুষ্ঠিত হয়। গ্রুপ-বি তে পড়েছে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ-বি তে বাংলাদেশের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও ভিয়েতনাম। এর আগে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে মূল পর্বে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। এবার মূল পর্বে খেলার ব্যাপারে আশাবাদী নারী দলের কোচ  গোলাম রব্বানী ছোটন। 

অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইরান। গ্রুপের শীর্ষ দুই দল খেলবে অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে। আগামী সেপ্টেম্বরে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন