রাজধানীর কল্যাণপুর ও পশ্চিম আগারগাঁও এলাকায় নকশা বহির্ভূত নির্মাণাধীন ৭টি ভবনে উচ্ছেদ অভিযান করেছে রাজউক।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় কয়েকটি বিল্ডিংয়ের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। ভবন মালিকদের সতর্ক করে দিয়েছি যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবনের নির্মাণ না করে। আমরা আগেও বলেছি এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া।
অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে বিল্ডিং নির্মাণ করবে না।
এসময় মোবাইল কোর্টের তত্ত্বাবধানে ছিলেন- রাজউক জোন ৩/১ এর অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, ইমারত পরিদর্শক মো. সাদ্দাম হোসেনসহ রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।