মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৯ মে ২০২৩, ১৬:৫৬

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশে জমি থেকে মাটিচাপা অবস্থায় আদিল মোহাম্মদ সোহান (৮) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে (১৯ মে) পৌর এলাকার রুদ্রগাঁও এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহান ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার সোহান মাগরিবের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়। নামাজ শেষে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় জিডি করেন। 

শুক্রবার সকালে রেনু বেগম নামে এক নারী নিহতের বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে দূর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহানের লাশ মাটিচাপা অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

সোহানের বাবা আনোয়ার হোসেন বলেন, সোহান প্রতিদিনই নামাজ পড়তে যায়। নামাজ পড়ে কিছুক্ষণ পর ফিরে আসে। কিন্ত শুক্রবার সে ফিরলো লাশ হয়ে। 

ফরিদগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

ইত্তেফাক/এবি