সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রজনীকান্তের ক্যারিয়ারের ‘শেষ’ ছবি নিয়ে জল্পনা তুঙ্গে

আপডেট : ১৯ মে ২০২৩, ১৭:৫৭

দক্ষিণ ভারতের বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রজনীকান্ত। গত ৫ দশক ধরে দর্শকের মনোরঞ্জন করছেন তিনি। তার অভিনয় মন কেড়েছে অসংখ্য অনুরাগীর। কানাঘুষো চলছে, সেই মহাতারকা সিনেমা ছেড়ে দেবেন বলে খবর এসেছে।

পিংকভিলা জানিয়েছে, দক্ষিণের পরিচালক লোকেশ কানাগরাজের নির্মাণে জীবনের ১৭১তম সিনেমাটি করে ৪৮ বছরের ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন রজনীকান্ত। এই খবর পিংকভিলাকে দিয়েছেন তামিল সিনেমা নির্মাতা ও অভিনেতা মিশকিন।

রজনীকান্ত

তিনি জানিয়েছেন, একজন পেশাদার অভিনেতা হিসাবে নিজের শেষ অধ্যায় যাতে নিখুঁত হয়, সব রকমভাবে তা নিশ্চিত করতে চাইছেন ‘থালাইভা’ খ্যাত এই অভিনেতা। রজনীকান্ত নিজে থেকেই কানাগরাজের সঙ্গে কাজ করতে আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে জানান মিশকিন। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে রজনীকান্ত নিজে থেকে কিছু জানাননি।

এদিকে রজনীকান্তের বর্তমান ব্যস্ততা তার মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের পরিচালনায় ‘লাল সালাম’ সিনেমা নিয়ে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাতের গল্পের এই সিনেমায় রজনীকান্তকে পাওয়া যাবে ‘মঈদীন ভাই’ নামের এক চরিত্রে।

রজনীকান্ত

৭২ বছর বয়সী রজনীকান্তকে আগামীতে দেখা যাবে ‘জেলার’ সিনেমাতেও।

১৯৭৫ সালে কে. বালাচরণের ‘অপূর্ব রাগাঙ্গল’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক ঘটে ‘থালাইভা’র। প্রথম সিনেমাতেই আসে জনপ্রিয়তা। এরপর একের পর এক সিনেমা করে দক্ষিণী সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়তে দেখা যায় তাকে। নিপিড়ীত কৃষক, দিনমজুর ও কুলিসহ নিম্নবিত্ত ও শোষিত শ্রেণির প্রতিবাদী চরিত্রে অভিনয় করেজনপ্রিয়তা পেলেও সব ধরনের চরিত্রেই মানিয়ে যান ৭৩ বছর বয়সী রজনীকান্ত।

রজনীকান্ত

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন