রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঢাবি ক্যাম্পাসে ‘উন্মুক্ত লাইব্রেরি’

আপডেট : ২০ মে ২০২৩, ০০:১৪

বইপ্রেমী মাত্রই স্বীকার করবেন লাইব্রেরির স্নিগ্ধ পরিবেশের কথা। যেখানে চায়ের আড্ডায় বই নিয়ে গল্পে মেতে উঠা যায়। রাজধানী ঢাকায় এমন একটি লাইব্রেরির পরিবেশ কল্পনাও করা যায় না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ব্যস্ততম একটি এলাকায় সেই কল্পনাতীত কাজকে বাস্তবে রূপ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। সম্পূর্ণ নিজ উদ্যোগে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের তিন নম্বর গেটে গড়ে তুলেছেন একটি উন্মুক্ত লাইব্রেরি। ধীরে ধীরে এই লাইব্রেরি প্রাঙ্গণ বইপ্রেমীদের পছন্দের জায়গায় পরিণত হয়েছে। প্রতিদিন প্রায় সহস্রাধিক মানুষ এই উন্মুক্ত লাইব্রেরিতে ভিড় করছে।

সৈকতের সঙ্গে উন্মুক্ত লাইব্রেরি নিয়ে কথা হলে তিনি জানান, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে তিনি এই লাইব্রেরি গড়ে তুলেছেন। বর্তমানে এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রায় ২ হাজার ৪০০ বই আছে। উন্মুক্ত লাইব্রেরিকে সৈকত একটি কালচারে রূপ দিতে চান বলে উল্লেখ করে বলেন, ‘আমি মনে করি লাইব্রেরি আমাদের মগজের অন্ধত্বতা দূর করবে। আমাদের দেশে লাইব্রেরি গড়ে তোলার কালচার এখন নেই। আমি চাই  উন্মুক্ত লাইব্রেরি শুধু লাইব্রেরি হিসেবেই প্রতিষ্ঠা পাবে না উন্মুক্ত লাইব্রেরি একটি কালচারে পরিণত হবে। একজন মানুষ যদি এখানে এসে একটি পাতাও উলটিয়ে দেখে এতেই আমাদের সার্থকতা। ’

দেশব্যাপী উন্মুক্ত লাইব্রেরির প্রসার কীভাবে সম্ভব হবে? এমন প্রশ্নের উত্তরে সৈকত আরও বলেন, কৃষকের ধানের জমির পাশে, চায়ের দোকানের পাশে একটি ছোট উন্মুক্ত লাইব্রেরি থাকতে পারে। আমাদের এভাবে ভাবতে হবে। ছোট ছোট চিন্তা থেকে বড় একটি পরিবর্তন আসতে পারে। যদি উন্মুক্ত লাইব্রেরি এমন ছোট ছোট জায়গায় পৌঁছাতে পারে তবে মানুষের চিন্তা, মননশীলতায় সহজেই পরিবর্তন সম্ভব।

গতকাল সরেজমিনে দেখা যায়, বসার জন্য কিছু টেবিল, সৌন্দর্য বর্ধনের জন্য কিছু ফুলের টব, বই রাখার জন্য বড় একটি বইয়ের তাক ও আশপাশের দেওয়ালে বঙ্গবন্ধুর ছবি দিয়ে সাজানো উন্মুক্ত লাইব্রেরি। লাইব্রেরির ওপর ছায়া দিচ্ছে অশ্বথ গাছের শাখা-প্রশাখা। আর সেই ছায়ার নিচে বইপ্রেমীরা বই নিয়ে গল্পে মেতে উঠেছেন। কেউ তাকের বইগুলোতে চোখ বুলিয়ে দেখছেন। কেউবা ধোঁয়া উড়ানো এক কাপ চায়ে চুমুক দিতে দিতে পড়ছেন তার প্রিয় কোনো বই। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, রাজনীতি, দর্শন, সাহিত্যসহ নানা ক্যাটাগরির বই এই উন্মুক্ত লাইব্রেরিতে দেখতে পাওয়া যায়।

ইত্তেফাক/এমএএম