আজ শনিবার থেকে সাগরে সব ধরনের মাছ ধরা ৬৫ দিনের জন্য বন্ধ করেছে সরকার। আগামী ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। সাগরে মাছ সংরক্ষণ ও প্রজননের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সুন্দরবন অঞ্চলে জুন, জুলাই, আগস্ট এই তিন মাস মাছ ধরাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকার সময়ের সঙ্গে সমন্বয় করে এই অঞ্চলে অতিরিক্ত ১২ দিন মাছ ধরা বন্ধ থাকবে। অর্থাৎ সুন্দরবন অঞ্চলে ২০ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকছে।
গত ১১ মে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, সামুদ্রিক মাছের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করে মত্স্যসম্পদ বৃদ্ধি করাই এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য। এ সময় সব বাণিজ্যিক মৎস্য ট্রলারের সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হবে। স্থানীয় প্রশাসন, নৌবাহিনী, কোস্ট গার্ড ও সশস্ত্র বাহিনী মাছ ধরা বন্ধ রাখার কাজে সহায়তা করবে।