গ্রীষ্ম মানেই দাবদাহ। গরমে হাঁসফাঁস করা অতিষ্ঠ সময়। কিন্তু এর মধ্যেই আশীর্বাদ হয়ে প্রকৃতিতে ফোটে নানা রঙের বাহারি ফুল। কৃষ্ণচূড়ার লাল আবির গ্রীষ্মকে দিয়েছে এক অন্য মাত্রা। যেদিকে চোখ যায় যেন সবুজের মাঝে লালের মূর্ছনা।
এদিকে, ঋতু বদলের আবর্তনে জারুল আর কনকচূড়া আর মোহনীয় সৌন্দর্য নিয়ে আবারও হাজির হয়েছে প্রকৃতিতে। এই অপরূপ সাজে চোখ জুড়িয়ে যায়। গ্রীষ্মের ফুলে এভাবেই বর্ণিল হয়ে উঠে বাংলার প্রকৃতি। ঢাকা শহরের আনাচে কানাচে, পিচ ঢালা পাকা সড়কের পাশে, পার্কের ও উদ্যানের মধ্যে সারি সারি গাছে এখন শোভা পাচ্ছে নানা রঙের বাহারি ফুল।
পথে প্রান্তরে ফোটা কৃষ্ণচূড়া, জারুল, সোনালু আর কনকচাঁপা প্রশান্তি ছড়াচ্ছে নগরবাসীর মনে। ছবিগুলো রাজধানীর রমনা কালী মন্দির এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা