সিঙ্গাপুর থেকে এএফসি কাপ অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে এবার আরো কঠিন পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ জানিয়ে দিয়েছে এএফসি।
গত বৃহস্পতিবার (১৮ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আট দলের ড্র। ‘এ’ গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইরান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন। বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী ছোটন এসব শক্তিশালী প্রতিপক্ষ দেখে মোটেও বিচলিত নন। তিন দেশের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলার মেয়েদের। ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত বাছাইয়ে ভিয়েতনামকে হারিয়েছিল ২-০ গোলে। মিয়ানমারে গিয়ে দ্বিতীয় বাছাইয়ের খেলায় ফিলিপাইনকে হারিয়েছিল ১০-০ গোলে। সেখান থেকে চূড়ান্ত পর্বে উঠে থাইল্যান্ডে গিয়েছিল বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে একবার ৩-২ গোলে হেরেছিল, আরেক বার ২-২ গোলে ড্র করেছিল ছোটনের দল। ছোটনের সাফ কথা, ‘অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন ভালো দল। আমরাও ভালো দল।’
ছোটন মনে করছেন, অনেক ভালো ফল করা সম্ভব। সোজা কথায়-এবারও চূড়ান্ত পর্বে যাওয়া সম্ভব। সিঙ্গাপুরে প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের মেয়েরা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। ধারণাই ছিল না বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে। সবার ধারণাকে বদলে দিয়েছিল। ছোটন মনে করছেন, দ্বিতীয় রাউন্ডে যদি আরো ভালো করতে হয়, প্রস্তুতি ম্যাচ খেলতে হবে।’
২০১৭ ও ২০১৯ সালে চূড়ান্ত পর্বে খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল দল। কোচ ছোটন দেখছেন, এবারও সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ চূড়ান্ত পর্বে উঠবে। দ্বিতীয় রাউন্ডের খেলা ১৬-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।