এবারের ইউরোপা লিগের ফাইনালটা হতে পারত অল-ইতালিয়ান ফাইনাল। ইতালিয়ান ফুটবলপ্রেমীদের প্রত্যাশাও ছিল তেমনই। কিন্তু হোসে মরিনহোর এএস রোমা ফাইনালে উঠার পরও ইতালিয়ান সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। ইতালিয়ান স্বপ্ন পূরণ না হওয়ার পেছনে দায়ী ইতালির সবচেয়ে সফল ক্লাব জুভেন্টাস। রোমা জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে হারিয়ে ফাইনালে উঠলেও জুভেন্টাস পারেনি সেভিয়া বাধা টপকাতে। উল্টো সেভিয়াই পরশু নিজেদের ঘরের মাঠের ফিরতি লেগে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে পা রেখেছে ফাইনালে। আগামী ৩১ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শিরোপা যুদ্ধে মুখোমুখি হবে সেভিয়া ও রোমা।
জুভেন্টাসের ঘরের মাঠের প্রথম লেগে ১-১ ড্র হয়েছিল। পরশু সেভিয়ার মাঠের ফিরতি লেগও নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-১ সমতা ছিল। দুই লেগ মিলিয়েও ২-২ সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেই বাজিমাত করেছে সেভিয়া। ম্যাচের ৯৫ মিনিটেই সেভিয়াকে ২-১ গোলে এগিয়ে দেন এনরিক লামেলা। বাকি সময়ে জুভেন্টাস সমতায় ফিরতে পারেনি। ম্যাচের ১১৫ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কাস অ্যাকুনা লালকার্ড পেয়ে মাঠ ছাড়লে সেভিয়া পরিণত হয় ১০ জনের দলে। সফরকারী জুভেন্টাস সেই ফায়দাও কাজে লাগাতে পারেনি।
অন্য সেমিফাইনালে রোমা প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে ছিল। পরশু লেভারকুসেনের মাঠে তাই মরিনহোর রোমা গোল করার চেয়ে নিজেদের জাল অক্ষত রাখার দিকেই মনোযোগ দেয়। তাতে সফলও রোমা। লেভারকুসেন একের পর এক আক্রমণ এবং শট নিয়েও গোল আদায় করতে পারেনি। ফিরতি লেগটি গোলশূন্য ড্র হওয়ায় শেষ হাসিটা হেসেছে মরিনহোর রোমাই। দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামিতা নিয়েই বুদাপেস্টের ফাইনালে তারা।
সেভিয়া ইউরোপা লিগের ফাইনালে উঠল সপ্তম বারের মতো। এর আগে ৬ বার ফাইনালে উঠে ৬ বারই শিরোপা উৎসব করেছে স্পেনের ক্লাবটি। মানে ইউরোপার ফাইনালে ‘অজেয়’ সেভিয়া। বিপরীতে এবারই প্রথম ইউরোপার ফাইনালে উঠল রোমা। কাজেই রোমার অজেয় থাকার প্রশ্নই নেই! তারপরও রোমা শিবিরের সঙ্গে ‘অজেয়’ শব্দটি জুড়ে যাচ্ছে কোচ হোসে মরিনহোর কারণে।
পর্তুগিজ কোচ মরিনহো এ নিয়ে ষষ্ঠ বারের মতো উয়েফা আয়োজিত ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে উঠলেন। এর আগে ৫ বার ফাইনালে উঠে ৫ বারই নিজ দলকে শিরোপা জিতিয়েছেন তিনি। পোর্তো ও ইন্টার মিলানকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, পোর্তো ও ম্যানচেস্টার ইউনাইটেডকে জিতিয়েছেন এই ইউরোপা লিগের শিরোপা এবং গত মৌসুমে বর্তমান ক্লাব রোমাকে জিতিয়েছেন কনফারেন্স লিগের শিরোপা। এবার সেই রোমাকেই তুললেন ইউরোপার ফাইনালে। যেটি হতে যাচ্ছে উয়েফা আয়োজিত টুর্নামেন্টে মরিনহোর ষষ্ঠ ফাইনাল। প্রশ্ন হলো, ৩১ মের ফাইনালে দুই ‘অজেয়’-এর লড়াইয়ে কে ‘অজেয়’ থেকে শিরোপার হাসি হাসবে, সেভিয়া নাকি হোসে মরিনহো?