ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে নিশ্চিত করা হয়েছিল, কোচ নিয়োগে তাদের প্রথম পছন্দ কার্লো আনচেলত্তি। তো আনচেলত্তির ইচ্ছা কী? গুঞ্জন ছিল, ব্রাজিলকে ‘ওয়েটিং’-এ রেখেছিলেন ইতালিয়ান কোচ। মৌসুম শেষে জানাবেন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত আনচেলত্তি জানিয়ে দিলেন। অভিজ্ঞ এই কোচ নিশ্চিত করেছেন, তিনি রিয়াল মাদ্রিদেই থাকছেন। সুতরাং ব্রাজিলের কোচের দায়িত্ব নিচ্ছেন না আনচেলত্তি।
কাতার বিশ্বকাপের ব্যর্থতা মাথায় নিয়ে ব্রাজিলের প্রধান কোচের পদ থকে সরে দাঁড়িয়েছেন তিতে। সেই থেকে সেলেসাওদের কোচের চেয়ার ফাঁকা। জায়গা পূরণে অনেকের নাম আলোচনায় এলেও আনচেলত্তির কথা শোনা যাচ্ছিল জোরেশোরে। আর সেটি নিশ্চিত হয় মার্চে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনালদো রোদ্রিগেসের বক্তব্যে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছিলেন, ব্রাজিলের কোচের পদ পূরণে তাদের প্রথম পছন্দ আনচেলত্তি।
ইতালিয়ান কোচ অবশ্য নীরব ছিলেন। তিনি মৌসুমের শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলেন। যদি রিয়ালের চাকরি না থাকে, তাহলে তিনি ব্রাজিলের কোচের জায়গা নেবেন বলে শোনা যাচ্ছিল। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হওয়ার পর তাই অনেকেই ধরে নিয়েছিল, রিয়াল অধ্যায় শেষ হতে যাচ্ছে আনচেলত্তির। তবে ইউরোপজয়ী কোচ শোনালেন ভিন্ন কথা।
মৌসুম শেষ হওয়ার আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আনচেলত্তি। আজ (শনিবার) সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ প্রশ্নে রিয়াল কোচ বলেছেন, ‘প্রত্যেকেই আমার অবস্থা সম্পর্কে জানেন। ২০২৪ মৌসুম পর্যন্ত চুক্তি আছে আমার (রিয়াল মাদ্রিদের সঙ্গে)। আমি এখানেই থাকতে চাই।’
এরপরই এক সাংবাদিকের প্রশ্ন, তার থাকার ব্যাপারে রিয়াল মাদ্রিদ কি নিশ্চয়তা দিয়েছে? আনচেলত্তির উত্তর, ‘হ্যাঁ।’
অবশ্য এটা আনচেলত্তির বক্তব্য। রিয়াল মাদ্রিদ থেকে তার ভবিষ্যতের ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।