কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার-ঘাট পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ওয়েন ইয়াও এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার (২০ মে) দুপুরে টেকনাফের কেরুনতলীস্থ রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন করে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (উপ সচিব) আব্দুল হান্নান।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (উপ সচিব) ক্যাম্প-২৫ এর ইনচার্জ আব্দুল হান্নান বলেন, ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ওয়েন ইয়াও এর নেতৃত্বে জাহিজিয়া ফেং, চেন জিংসহ টেকনাফের নয়াপাড়ায় অবস্থিত রোহিঙ্গা প্রত্যাবাসন জন্য তৈরিকৃত সেন্টার ও ঘাটগুলো ঘুরে দেখেন।
তিনি আরও জানান, এসময় চীনা পরিদর্শন টিমের সঙ্গে তিনিসহ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অতিরিক্ত কমিশনার খালিদ হোসেন এবং এনএসআই'র অতিরিক্ত পরিচালক মো. শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।
তারা প্রায় আধাঘণ্টা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বেলা দুইটার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়।