শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওটিটিতে ভালো সময় পার করছেন অভিনেতা শ্যামল মাওলা

আপডেট : ২১ মে ২০২৩, ০৯:০৩

সময়ের ব্যস্ত ছোট পর্দার অভিনেতা শ্যামল মাওলা। ইতোমধ্যে নিজের অভিনয় গুণে শোবিজে ভালো অবস্থান তৈরি করেছেন তিনি। ছোট পর্দা ছাপিয়ে নিজেকে ওটিটির নিয়মিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

সম্প্রতি ওটিটি ও নিজের অভিনয় প্রসঙ্গে অভিনেতা শ্যামল মাওলা বলেছেন, ওটিটি আসায় অবশ্যই ভালো লাগছে। তবে আমরা তো মাত্র শুরু করলাম। অনেক পথ পাড়ি দেওয়া বাকি। আরও পথ পাড়ি দিতে হবে। আমরা যদি মাধ্যমটির সঠিক ব্যবহার করতে পারি তাহলে নিশ্চয় ভালো কিছু হবে।

আমি বরাবরই পরিচালক, গল্প ও চরিত্র, এই তিনটি জিনিস মাথায় রেখে কাজে যুক্ত হওয়ার চেষ্টা করি। ভিন্নতা না থাকলে তো সেই কাজ করে লাভ নেই বা মনের তৃপ্তি মেটে না।

 

 

 

 

ইত্তেফাক/আরএজে