বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাতমসজিদ সড়কে গাছ কাটা

নগর ভবনে যেতে পুলিশি বাধা, বঙ্গবাজারে পরিবেশকর্মীদের অবস্থান

আপডেট : ২১ মে ২০২৩, ১৫:৪০

দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে নগর ভবন যাওয়ার পথে বঙ্গবাজার মোড়ে পুলিশের বাধার মুখে পড়েছেন সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা। আটকে দেওয়ার পরে সেখানেই অবস্থান করছেন পরিবেশকর্মীরা।

রোববার (২১ মে) বেলা ১১টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে নগর ভবনে রওনা দেন সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা। দুপুর ১২টার কিছু আগে বঙ্গবাজার মোড়ে পুলিশ তাদের আটকে দেয়।

ছবি: আব্দুল গনি

সেখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা চলে। তারা পরিবেশ-প্রকৃতি রক্ষায় নানা ধরনের স্লোগান দেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দক্ষিণ সিটির মেয়র জবাবদিহির জায়গা থেকে প্রস্তুত না। তার সিদ্ধান্ত যে সঠিক নয়, তিনি তা বুঝে গেছেন। এ জন্য তিনি আমাদের মুখোমুখি হচ্ছেন না। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমাদের যে গাছ পাহারা চলছে, তা চলমান থাকবে।

এমন অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দাবি তুলে ধরা হলে তিনি বলেন, আমি দাবিগুলো মেয়রের কাছে তুলে ধরব। পরে আপনাদের জানাবো তিনি কী সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি কোনো সময়সীমার কথা বলেননি।

ইত্তেফাক/এসকে