শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

'ভারতের মাটিতে বিশ্বকাপ জিতে তাদের কষে একটি চড় মারো'

আপডেট : ২১ মে ২০২৩, ১৬:৩৪

ভারত পাকিস্তানের রাজনৈতিক মাঠের উত্তাপ যেন এখন ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়েছে সমানভাবেই। চলতি বছর আসন্ন এশিয়া কাপ আর বিশ্বকাপ নিয়ে দুই দেশের মধ্যে কাঁদা ছোড়াছুড়িও কম হয়নি। নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যেতে রাজি নয় ভারত। আবার রোহিত শর্মারা যদি এশিয়া কাপ খেলতে না যায় তাহলে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান।  দুই দেশের ক্রিকেট কর্তাদের মধ্যে বিগত অনেকদিন ধরেই চলছে এমন কথার লড়াই।

এবার অবশ্য এই পাল্টাপাল্টি কথার লড়াইয়ের বাইরে গিয়ে ভিন্ন এক মত দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি শহীদ আফ্রিদি। তার মতে বিশ্বকাপ বয়কট নয়, বরং ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলতে গিয়ে যদি তাদেরই হারিয়ে বিশ্বকাপ জয় করা যায় তবে সেটি হবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আর কর্তাদের প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সবচেয়ে বড় জবাব।   

ক্রিকেটবিষয়ক পাকিস্তানি ওয়েবসাইট ক্রিকেটপাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন,  আমি বুঝতে পারছি না, পিসিবি কেন ভারতে খেলতে যা যাওয়ার ব্যাপারে এতো শকত হয়ে আছে। বিষয়টিকে তাদের আরেকটু সরলভাবে দেখা উচিত। বিশ্বকাপ একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং সেটিকে ইতিবাচকভাবে নিয়ে খেলতে যাওয়া উচিত।

আফ্রিদি আরও বলেন, ছেলেদের ট্রফিটা জিতে আসতে বলুন। পুরো জাতি তাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে।

পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি বাবর আজমদের উদ্দেশ্য করে বলেন, ভারতে যাও, ভালো ক্রিকেট খেল এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প পথ। আমাদের সেখানে যেতে হবে এবং  ট্রফি নিয়ে সেখান থেকে ফিরতে হবে। বিসিসিআইকে পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনো জায়গায় গিয়েই জিততে পারি।

ইত্তেফাক/এসএস