বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিরোপা হাতে নেওয়ার রাতে হারলো বার্সেলোনা 

আপডেট : ২১ মে ২০২৩, ১৬:৩৫

ক্যাম্প ন্যুতে কাল ছিল বার্সেলোনার শিরোপা জয়ের রাত। তবে লা লিগার শিরোপা হাতে তুলে নেওয়ার আগে হারের তেঁতো স্বাদ পেয়েছে কাতালানরা। রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলের হারের লজ্জা পেয়েছে জাভির শীষ্যরা। 

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ৫ মিনিটে ডিফেন্ডার জুল কুন্দের ভুলে বল পেয়ে যায় সোসিয়েদাদ। সোরলেথের পাসে মার্ক-আন্দ্রে টার স্টেগানের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান মেরিনো। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বার্সেলোন। তবে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।

বিরতি থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। ম্যাচের ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সোসিয়েদাদ। শেষ দিকে বার্সেলোনার হয়ে সান্ত্বনাসূচক গোল করেন লিওয়ানদোস্কি। শেষ পর্যন্ত ২-১ গোলের হারের লজ্জা নিয়েই শিরোপা উদযাপন করে বার্সেলোনা। এই জয়ে সোসিয়েদাদ টেবিলের চতুর্থ স্থান ধরে রাখলো। পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়ালের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নিজেদের অবস্থানও মজবুত করেছে সোসিয়েদাদ।   

ইত্তেফাক/জেডএইচ