বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আটকে থাকা বৃত্তির টাকার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন 

আপডেট : ২১ মে ২০২৩, ১৮:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃত্তিপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষার্থীরা বৃত্তির টাকা আটকে রাখার প্রতিবাদে এক মানববন্ধন এর আয়োজন করেছে। শিক্ষার্থীদের দাবি গত ৩ বছর থেকে বৃত্তির টাকা আটকে রাখা হয়েছে। রবিবার (২১ মে) জাতীয় জাদুঘরের সামনে 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ' এর উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়েছে। 

মানববন্ধনে ১৯-২০ সেশনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, আমাদের এখন শ্রেণীকক্ষের এসির নিচে থাকার কথা। কিন্তু আমাদের দূর্ভাগ্য যে আমারা এই তপ্ত রোদে অধিকারের জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমরা দেশের আইনকে সম্মান করি। দায়িত্বশীল প্রতিষ্ঠানের দিকে চেয়ে আমরা এতদিন চুপ হয়ে ছিলাম। কিন্তু এখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এই বৃত্তির টাকা পাচ্ছেনা। বক্তব্যে প্রধানমন্ত্রীর সুনজর কামনা করেন এই শিক্ষার্থী।

এছাড়া মানববন্ধনে বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠাতা জুলিয়াস সিজার তালুকদার। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা 'মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) জুন মাসের মধ্যে তাদের বৃত্তির টাকা পরিশোধের আশ্বাস দেন।

ইত্তেফাক/এআই