মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদরাসা ছাত্রী অপহরণ ও তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

আপডেট : ২১ মে ২০২৩, ১৮:৫১

নারায়ণগঞ্জে আড়াইহাজারে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে নূর এ আলম (১৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। অপর দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায় এক তরুণীকে ধর্ষণের মামলায় মনির (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ মে) রাতে পৃথক সময়ে তাদেরকে আটক করা হয়। 

আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক তৈয়ব বলেন, উপজেলার ছোট বাড়ৈপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে এমদাদুল উলুম আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী মোহনা আক্তারকে মাদরাসায় যাওয়ার পথে প্রতিনিয়ত উত্যক্ত করতো নূর এ আলম।  মোহনা তাতে সাড়া না দেওয়ায় নূর এ আলম তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। শনিবার দুপুরে মোহনা বাবার সঙ্গে দেখা করতে দোকানে যাওয়ার পথে নূর এ আলম তাকে  জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতের মা সেলিনা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। 

আড়াইহাজার থানার এসআই শহিদুল ইসলাম বলেন,  ঘটনার ৬ ঘণ্টার শনিবার রাত  ৮টায় অভিযুক্ত নূর এ আলমের বাড়ি থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয় নূর এ আলমকে।

অপরদিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ২০ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। এ অভিযোগে একই গ্রামের মৃত চানুর ছেলে মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। 

আড়াইহাজার থানার এসআই রাসেল আহমেদ বলেন, শনিবার রাতে অভিযুক্ত মনিরকে পুরিন্দা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ইত্তেফাক/এবি/পিও