মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রংপুরে পৃথক স্থানে পানিতে ডুবে শিশুসহ দু’জনের মৃত্যু

আপডেট : ২১ মে ২০২৩, ১৯:০০

রংপুরের কাউনিয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে বৃদ্ধা ও শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২১ মে) উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগালি গ্রামে এবং হারাগাছ ইউনিয়নের পল্লীমারী একতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা উপজেলার হলেন পল্লীমারী একতা গ্রামের মৃত আনেছ আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৬৫) এবং  হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আলমগীরের ছেলে নিহত নূর হাসান (৫)।  

জানা যায়, পল্লীমারী একতা গ্রামে বৃদ্ধ রাবেয়া খাতুনের চার মেয়ে। মেয়েরা স্বামীর বাড়িতে বসবাস করেন। বৃদ্ধ রাবেয়া খাতুন পুলিশের দেওয়া বাড়িতে একাই বসবাস করেন। প্রায় তিনি পাতলা পায়খানার কারণে অসুস্থ হতেন। শনিবার অসুস্থ শরীরে রাতের কোনো এক সময় বাড়ির পাশে পুকুরে কাপড় পরিষ্কার করতে যায়। পানির গভীরতা বেশি হওয়ায় তিনি পুকুরের পানিতে ডুবে মারা যান। রোববার সকালে স্থানীয়রা পুকুরে লাশ  দেখতে পান। পরে স্বজনরা রাবেয়া খাতুনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

অপরদিকে বাহাগালি গ্রামে নানা নুর মোহাম্মদের বাড়িতে বেড়াতে যায় শিশু নূর হাসান। রোববার সকাল ১০ টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশে পানি ভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন গর্তে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, গর্তে ও পুকুরের পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও