মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভারত-সুইজারল্যান্ড দূতাবাসে ২ কর্মকর্তাকে নিয়োগ

আপডেট : ২১ মে ২০২৩, ২০:৩১

ভারত ও সুইজারল্যান্ড দূতাবাসে প্রেষণে দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের এসপিএফএমএসের সিনিয়র কনসালটেন্ট (উপসচিব) ইফতেখার উদ্দিন শামীমকে ভারতের নয়াদিল্লীর কমার্শিয়াল কাউন্সেলর এবং ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খানকে সুইজারল্যান্ড জেনেভার প্রথম সচিবের (বাণিজ্যিক) দায়িত্ব দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএম