প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের। লিগ পর্বে নিজদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে মুম্বাই। বাচা-মরার ম্যাচে ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরিতে হায়দ্রাবাদকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই।
প্লে অফে যেতে মুম্বাইকে তাকিয়ে থাকতে হবে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের দিকে। বেঙ্গালুরুর হারলেই প্লে অফ নিশ্চিত হবে রোহিত শর্মার দলের।
রোববার (২১ মে) টস জিতে হায়দ্রাবাদকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার ভিভ্রান্ত শর্মা ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে বড় পূঁজি পায় হায়দ্রাবাদ। ভিভ্রান্ত ৪৭ বলে ৬৯ ও আগারওয়াল ৪৬ বলে ৮৩ রান করেন। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ২০০ রানের সংগ্রহ পায় হায়দ্রাবাদ।
২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা ও ক্যামেরুণ গ্রিণের ব্যাটে ভর করে ১২ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই। রোহিত ৩৭ বলে ৫৬ রান করে আউট হলেও ৪৭ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন গ্রিণ।