দুই ম্যাচ হাতে রেখেই চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। শিরোপা জিতলেও সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস গেছে ম্যান সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরে। এবারের প্রিমিয়ার লিগে গোল্ডেন গ্লাভস জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
ইউনাইটেডের জার্সিতে ১৭ ম্যাচে ক্লিনশিট রেখেছেন স্প্যানিশ এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগে এই মৌসুমে ডি গিয়ার পরেই আছেন ব্রাজিলের আলিসন বেকার (১৪), নিক পোপ ও অ্যারন রামসডেল (১৩টি করে)। তবে তাদের কেউই ডি গিয়ার কাছাকাছি পৌঁছাতে পারেননি।
ফুটবল ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গোল্ডেন গ্লাভস জয়। এর আগে হোসে মরিনহোর আমলে ইউনাইটেড যখন রানার আপ হিসেবে মৌসুম শেষ করেছিলেন তখন ১৮টি ক্লিনশিট রেখেছিলেন ডি গিয়া।