খুলনার ডুমুরিয়ায় ইউটিউব দেখে বাজার থেকে বিদ্যুৎচালিত মোটর কিনে পানি সেচের খেলা করতে গিয়ে সুব্রত কুমার পাল (১১) নামে এক কিশোরের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২১ মে) দুপুরে উপজেলার শোভনা ইউনিয়নের দক্ষিণ চিংড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুব্রত কুমার পাল উপজেলার শোভনা ইউনিয়নের দক্ষিণ চিংড়া গ্রামের মিষ্টি ব্যবসায়ী অশোক কুমার পালের একমাত্র ছেলে। সে ডুমুরিয়া এন জিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, রোববার সকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সুব্রত ডুমুরিয়া বাজার থেকে ৫০০ টাকা দিয়ে একটি বিদ্যুৎচালিত মোটর কিনে। বাড়িতে এসে উঠানে একটি গর্ত খুঁড়ে তাতে পানি দিয়ে মটরটি গর্তের পাশে বসায়। ঘর থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পানি সেচের কাজ শুরু করার পূর্বে মোটরে হাত দিয়ে বিদ্যুতের সংযোগ দিতে যায় । এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার চিৎকারে স্বজনরা ছুটে এসে সুব্রতকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডুমুরিয়া থানার উপপুলিশ পরিদর্শক ফরিদুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।