মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশে মুক্তির আগে কানে প্রথম প্রদর্শনী

আপডেট : ২২ মে ২০২৩, ০৯:৫৪

১৯ মে মুক্তির কথা ছিল নির্মাতা অরণ্য আনোয়ার নির্মাতা ও পরীমণি অভিনীত ‘মা’ ছবিটি। কিন্তু দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমার আগমনে সব পরিকল্পনা ভেস্তে যায়।

‘মা’ ছবিটি প্রদর্শনে আগ্রহ দেখায়নি কোনো হলমালিক। যে কারণে ছবিটির মুক্তির তারিখ পেছাতে বাধ্য হন নির্মাতা। অবশেষ আসছে ২৬ মে ছবিটি মুক্তি তারিখ চূড়ান্ত করা হয়েছে। তবে দেশের অবহেলার শিকার হলেও বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসবে দেখানো হলো ছবিটি।

২০ মে ৭৬তম কান উত্সবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ‘মা’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট) পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে ‘মা’ দেখতে ভিড় করেন বিভিন্ন দেশের সিনেপ্রেমীরা। ছবিটির দেখার পর তারা বেশ প্রশংসাও করেন।

‘মা’ নির্মাতা অরণ্য আনোয়ার জানান, কানে ছবিটির প্রিমিয়ার হওয়ায় দারুণ উচ্ছ্বসিত তিনি।

ইত্তেফাক/আরএজে  

এ সম্পর্কিত আরও পড়ুন