শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কানে লুঙ্গি পরেই তাক লাগালেন অরণ্য

আপডেট : ২৪ মে ২০২৩, ১১:৫৯

কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে সারা বিশ্বের সিনেপ্রেমীদের মিলনমেলা শুরু হয়েছে। সেখানে বিভিন্ন ফ্যাশনের পোশাকে রেড কার্পেটে হাঁটছেন বিশ্বের সব নামিদামি তারকারা। কখনও উর্বশী রাউতেলা গলায় কুমীরের নেকলেস বা নীল লিপস্টিক পরে চলে এসেছেন, কখনও ঐশ্বরিয়া রাই বচ্চন রুপোলি ঘোমটা টেনে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। তাদের সেই ফ্যাশান নিয়ে সমালোচনা হলেও আমাদের দেশের পরিচালক অরণ্য আনোয়ার এবং প্রযোজক পুলক কান্তি কিন্তু লুঙ্গি আর পাঞ্জাবি পরেই কানে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

জানা গেছে, ‘মা’ সিনেমার প্রিমিয়ারে পরিচালক অরণ্য আনোয়ারের রেড কার্পেটের পোশাক নিয়ে চলছে সর্বত্র চর্চা। লুঙ্গি পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন পরিচালক-প্রযোজক জুটি।

পুলকের পরনে ছিল ‘মা’ সিনেমার লোগো দেওয়া কালো টি-শার্ট, সঙ্গে নীল লুঙ্গি। কোমরে গামছা। মাথায় বাঁধা বাংলাদেশের পতাকা। অরণ্য বেছে নিয়েছিলেন হলুদ রঙের পাঞ্জাবির সঙ্গে হলুদ লুঙ্গি।

এ সম্পর্কে সংবাদমাধ্যমকে অরণ্য জানিয়েছেন, ‘লুঙ্গি আর পাঞ্জাবি পরার কারণ হচ্ছে, আমাদের পূর্বপুরুষের পোশাক ধুতি, লুঙ্গি ও পাঞ্জাবি। আমার মাথায় আসে পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি, এখানে আমি যেন আমার ঐতিহ্যকে তুলে ধরতে পারি। এরকম অসাধারণ একটা সুযোগ হারাতে চাইনি। এই সুয়োগকে কাজে লাগাতে আমি লুঙ্গি এবং আমার সিনেমার লোগো খচিত পাঞ্জাবি পরি। আমার সিনেমার পার্টনার পুলক কান্তি টি-শার্ট আর মাথায় জাতীয় পতাকা বেঁধেছেন।’

২০ মে ৭৬তম কান উত্সবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ‘মা’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এ দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট) পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে ‘মা’ দেখতে ভিড় করেন বিভিন্ন দেশের সিনেপ্রেমীরা।

ইত্তেফাক/পিএস/এসকে